সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি। রাতে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে শোক দিবসের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এম এ ছবুর।
তিনি বলেন, ''জীবনের হুমকি নিয়ে শেখ মুজিবুর রহমান সারাজীবন বাংলা-বাঙালির পক্ষে রাজনীতি করেছেন। কোন লোভ-লালসা তাকে নীতিচ্যুত করতে পারেনি। পরাধীনতার শৃঙ্খল হতে মুক্তির লক্ষে তিনি সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে ধারাবাহিক সংগ্রামের সফল হিসেবে জাতির আস্থা অর্জন করে স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে তার কন্যা জাতিকে উন্নয়নের স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন। পৃথিবীর বুকে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।''
সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী রওশনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের আহ্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, মাদাম বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা এসএম ইদ্রিস, দুবাই বঙ্গবন্ধু পরিষদের পক্ষে শৈবাল বড়ুয়া, হামিদ আলী, শাহজাহান চৌধূরী, এমএ ছোবহান, আবূুস সাত্তার, রনি আহমেদ, মাসুদ ফারহান, ইয়াসীর আরাফাত, দুবাই আওয়ামী লীগের পক্ষে মাসুক রুবেল, সরোয়ার মুহুরী, আখতারুজ্জামান স্মৃতি সংসদের পক্ষে মোহাম্মদ ইয়াসিন, মো. জুয়েল প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এসএ মুনির, কোরান তেলওয়াত করেন ধর্মীয় সম্পাদক হাফেজ মাহাবুবুল আলম। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোলাম মাওলানা ফরিদপুরী।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৬/মাহবুব