কুয়েত প্রবাসী বাংলাদেশিরা বিনম্র শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করে শোক দিবস পালন করেছে। জাতির জনকের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আজ সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীদের উপস্থিতিতে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে দূতাবাসে মাল্টিপারপাস হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে দ্বিতীয় পর্বের শুরু হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করে জাতির পিতাকে শ্রদ্ধা জানান তাঁরা।
রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণীগুলো পাঠ করেন যথাক্রমে ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল নাছিমুল গনি, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, প্রথম সচিব আনিসুজ্জামান ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।
কাউন্সিলর এস এম মাহবুবুল আলমের সঞ্চালনায় ১৫ আগস্টের কাল রাতের ঘটনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বিশেষ আলোকচিত্র প্রদর্শন করা হয়। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে দিনটিকে ঘিরে কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিকসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হবে।
বিডি-প্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৬/ আফরোজ