বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধায় পালিত হল শোক দিবস। গতকাল সোমবার দূতাবাসের উদ্যোগে ও বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের তত্ত্বাবধানে নানা আয়োজনে স্থানীয় মানামা দূতাবাসে দিবসটি পালিত হয়।
দিবসের শুরুতে স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে নিজ দেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।এ উপলক্ষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দূতাবাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান।
রাষ্ট্রদূতের সভাপতিত্বে ও মিনিস্টার (সচিব প্রশাসন) মেহেদী হাসানের উপস্থাপনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের কার্যক্রম। এ সময় বাংলাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনার শুরুতে মিনিস্টার মেহেদী হাসান ও লেবার কাউন্সিলর (সচিব শ্রম) মহিদুল ইসলাম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পৃথক পৃথক বাণী পাঠ করেন।
রাষ্ট্রদূতের বক্তব্যের পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ পরিবারের নিহত সকলের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া পরিচালনা করেন আব্দুল হামিদ। এসময় আরও উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, সভাপতি আলা উদ্দিন নূর, সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, সাংগঠনিক সম্পাদক মো. শ্বান, অর্থ সম্পাদক এমরান ও মজিবুর রহমান, প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিন, যুবলীগ সভাপতি এম এ করিম, সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ সমাজ, বাংলাদেশ সোসাইটি, লিন্নাস গ্রুপ, জালালাবাদ সোসাইটি কহিনুর ট্রাভেলস, সিলেট সোসাইটি, বিবাড়িয়া তিতাস সমিতি, মেঘনা সমিতিসহ সকল অরাজনৈতিক, ব্যবসায়ী সংগঠন, বাংলাদেশ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন আয়োজনের অংশ হিসেবে রাজধানী মানামায় সাধারণ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করেন বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক কাউছার আহম্মদ ও মজিবুর রহমান।
বিডি-প্রতিদিন/ ১৬ আগস্ট, ২০১৬/ সালাহ উদ্দীন/ আফরোজ