মহান বিজয় দিবস উপলক্ষ্যে 'কফি টেবিল বুক'র মোড়ক উন্মোচন করেছে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি।
পরে এক প্রেস বিবৃতিতে বলা হয়, ৯৮ পৃষ্ঠার ওই বইটিতে লেখা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ের একাধিক ছবি ও লেখা তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার নেয়া ১০টি বিশেষ উদ্যোগ এবং নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, আন্তর্জাতিক ক্রিকেটসহ একাধিক বিষয়ে বাংলাদেশের সাফল্যের কাহিনীও তুলে ধরা হয়েছে এই বইটিতে।
বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা এবং পর্যটকের প্রতি আকর্ষণ বাড়ানো নিয়ে একাধিক আর্টিকেল জায়গা পেয়েছে ওই ‘কফি টেবিল বুক’এ। এতে বাংলাদেশের গৌরবময় অতীতের পাশাপাশি বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যতের কথা তুলে ধরা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/ফারজানা