চিটাগাং ইয়থ ক্লাব ও সৌদি আরবের স্পোর্টস উইং গোল্ডেন স্পোর্টস ক্লাব বাথার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা মো সুমন ও সোহরাব মিল্লাত রাব্বি'র সার্বিক তত্ত্বাবধানে এবং চিটাগাং ইয়থ ক্লাব প্রেসিডেন্ট বখতিয়ার মোহাম্মদের পরিচালনায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন, মিডল ইষ্ট গ্রুপ পরিচালক মঈনুদ্দীন মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ক্বারি আব্দুল হাকিম, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সাংবাদিক ফারুক আহমেদ চান, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন বাকের, জাহাঙ্গীর আলম
প্রথম ও দ্বিতীয় পর্বের বাছাই শেষে সেমিফাইনালে অংশ নেন মো: শাহজাহান টিপু-মুকুল সিয়াম, মো: সুমন-মিল্টন চৌধুরী, ইস্রাফিল-বেলাল এবং জিয়া-সুজন জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিপু-মুকুট জুটিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেন সুমন-মিল্টন জুটি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান টিপু। খেলা শেষ চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন অতিথিরা।
প্রবাসে কর্ম ব্যস্ততার ফাঁকে এরকম সৃজনশীল চর্চা অব্যাহত রাখার দাবি জানান টুর্নামেন্ট দেখতে আসা প্রবাসীরা। টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সাইফুল, ব্যবসায়ী শফিকুল ইসলাম শাহজাহান, খোরশেদ,মহিউদ্দিন, সাইফুদ্দিন লিটন, আজাদ, মহিন, সালাউদ্দিন, ইফতি, দিদার, কামাল শীতল, আখু রাশেদ ও জুনিয়র সাইফুল।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২