মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বিদ্যুৎখাতে যেমন বিপ্লব ঘটেছে, তেমনি ইকোনমি জোনও দেশের অর্থনীতিতে একটি বিপ্লব ঘটাবে বলে জানান ইকোনমি জোনের প্রথম নকশাকারক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। স্থানীয় সময় মঙ্গলবার দুবাইয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শুধু এফডিআই না বাংলাদেশের মধ্যেও যারা উদ্যোক্তা আছেন, তারাও ইকোনমি জোনে বিনিয়োগ করতে যাবেন। বিনিয়োগ ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে ইকোনমি জোন অথারিটি কর্তৃক এনআরবিদের জন্যে একটি ডেস্ক খোলা উচিত। এতে প্রবাসীরা সরাসরি বিনিয়োগ না করলেও মেনুফেকচারিং ফান্ড নিয়ে যেতে পারে এবং সরকারের পক্ষ থেকে প্রবাসীদের এসব সুযোগ-সুবিধা দেয়া উচিত।
এসময় পিতৃস্থান মিরসরাইয়ের সার্বিক উন্নয়নের প্রশংসা করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে রুহেল বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে মিরসরাইয়ের চেহারা বদলে যাবে। সারাদেশে একনামে পরিচিত হবে এ অঞ্চল। এখানে হবে ৫০ তলা বিল্ডিং, ৫টি কৃত্রিম লেক এবং মিনিমাম ১ লাখ লোকের কর্মসংস্থান। এছাড়াও পর্যটন খাতে ধীরে ধীরে পরিধি বৃদ্ধি পাচ্ছে মিরসরাইয়ের। সম্ভাবনাময় এ অঞ্চল এক সময় শ্রীলংকার মত পর্যটন নগরীতে পরিণত হবে।
মিরসরাই সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সালাউদ্দিন হেলালের সভাপতিত্বে তিনি সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা আবুল হাশেম, জাফর উল্লাহ, আব্দুল কাইয়ুম, চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টার, সাইফুল ইসলাম, মেজবা উদ্দিন প্রমুখ।
এসময় প্রবাসীদের স্বার্থ ও কাজের পরিবেশ নিশ্চিত করে এলাকার দুস্থ অসহায় এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির সার্বিক সাহায্য সহযোগিতা করার জন্য এ সমিতি কাজ করে যাবেন বলে উল্লেখ করেন বক্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার