বাংলা নববর্ষ উদযাপনে কুয়েত প্রবাসীদের প্রস্তুতি প্রায় সম্পন্ন, বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও প্রবাসীদের সহযোগিতায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করবে দিনটি।
বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপন উপলক্ষে কুয়েতে ১৪ এপ্রিল শুক্রবার আব্বাছিয়া টুরিস্টিক পার্কে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং কুয়েত প্রবাসীদের সহযোগীতায় দিনব্যাপী চলবে এ মেলা।
এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান জানান ১৪ এপ্রিল শুক্রবার আব্বাছিয়া টুরিস্টিক পার্কে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এস এম আবুল কালাম মেলার উদ্বোধন করবেন। পিঠা উৎসব, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলার ইতিহাস আর ঐতিহ্যকে মনে করিয়ে দিতে এই মেলা ভূমিকা রাখবে। তিনি মেলায় সকল প্রবাসীদের আমন্ত্রণ জানান।