পৃথিবীর সবচেয়ে জোরালো সম্পর্কের নাম ‘মা’। সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম ‘মা’। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না; কিন্তু সারাবিশ্বেই মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় আন্তর্জাতিক মা দিবস। সে আলোকেই গত শুক্রবার সন্ধ্যায় ‘মা দিবস’ উপলক্ষে পিপল এন টেক এবং এশিয়ান টিভি ইউএস-এর যৌথ উদ্যোগে রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিলো “আগামী” নামক আরেকটি সংস্থার সাউথ ইস্ট চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারজানা সুলতানা (ফারজানা ক্লারা) ও ক্রিয়েটিভ বাংলাদেশ শীর্ষক ‘ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন’।
অতিথি হিসেবে বক্তব্য মা দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোকপাত করেন ‘ভয়েস অব আমেরিকা’ রেডিও’র বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, পিপলএনটেক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং প্রেসিডেন্ট ফারহানা হানিপ, এশিয়ান টিভি ইউএস এ’র সিওও আরিফুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। তিনি বলেন, ‘আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি তার পুরো কৃতিত্ব আমার মায়ের। মায়ের দেয়া মূল্যবোধগুলোকে সম্বল করে আমি আগামীর পথে হেঁটে যেতে চাই। ছোটবেলা থেকে মা আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন। কীভাবে অনেক প্রতিকূলতার মধ্যেও পরিবার নিয়ে সংগ্রাম করেছেন, একইসাথে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। আজ বড় হয়ে যখন বুঝতে পারি, সত্যিই শ্রদ্ধায় ভরে ওঠে মন। মাকে নিয়ে আমি গর্ববোধ করি।’
দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক মা-সন্তানের উপস্থিতির প্রসঙ্গ টেনে পিপলএনটেক ইন্সটিটিউটের সিইও হানিপ বলেন, ‘এমন একটা বৃষ্টির দিনেও আপনাদের সরব উপস্থিতিতে আমি সত্যিই আনন্দিত। আসলে মা, মাটি, মানুষ-এই তিনটাই শুরু হয় মা দিয়ে। মা আমাদের জীবনে অনেক ভূমিকায় জড়িয়ে থাকেন কিন্তু মায়ের ভূমিকা আর কেউ নিতে পারেন না। পিপল এন টেক সবসময় মা-বোন-মেয়েদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা সবসময়ই চেষ্টা করি তাদের জন্য যেকোন প্রকার সহযোগিতা করতে, একই সাথে আইটিতে ক্যারিয়ার তৈরিতে সহায়তা করতে। যে সকল নারী, মা অথবা সিঙ্গেল মাদার তাদের ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন তাদের জন্য ‘পিপল এন টেক’ এর দরজা সবসময়ই খোলা থাকবে।’
হানিপের বক্তব্যের জের ধরে অনুষ্ঠান সঞ্চালক ফারজানা ক্লারা বলেন, ‘অনেকবার সুযোগ হয়েছে এখানে বিভিন্ন অনুষ্ঠানে আসার, এবং অনেক ছাত্রছাত্রীর কাছে থেকে আমি জানতে পেরেছি ইঞ্জিনিয়ার হানিপ এবং ফারহানা হানিপ কমিউনিটির জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। তারা সবসময়ই অভিভাবক হিসেবে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ান।’ তিনি হানিপের মা-কে উদ্দেশ্য করে একজন গর্বিত মা উল্লেখ করেন এবং তাঁকে কিছু বলার জন্য অনুরোধ করেন।
কথা বলেন বর্তমানে ফেডারেল ট্রেজারিতে কর্মরত পিপলএনটেকের সাবেক ছাত্র আবুবকর সরকার। তিনি মা নিয়ে কথা বলার পাশাপাশি আরও বলেন, ‘পিপলএনটেক এদেশে ঠিক মায়ের মতোই ভূমিকা পালন করে। আমরা যখন উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন অডজবে নাম লেখাই ঠিক তখন পিপলএনটেকের মতো প্রতিষ্ঠান এ ট্রেনিং নিয়ে তারা যেভাবে সবসময় পেছনে থেকে ভাল কাজে উৎসাহিত করেছিল তার ফলশ্রুতিতেই আজ আমি এখানে। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এ প্রতিষ্ঠানটির জন্য।’
এরপর বেশ কয়েকজন মা, তাদের সন্তান তাদের অন্তরের অনুভূতি প্রকাশ করেন। সন্তান হিসেবে এবং নিজে একজন মা হিসেবে তাদের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা সবাইকে বলেন। এসময় স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে মা'কে শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন বাংলা স্কুলের প্রাক্তন সভাপতি মিজানুর ভূঁইয়া এবং গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন নাফিসা হানিপ। পৃথিবীর সকল মা'কে মা দিবসের শুভেচ্ছার নির্দশনস্বরূপ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৭/মাহবুব