বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল অালম সিদ্দিকীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন।
পর্তুগাল ছাত্রলীগ সভাপতি রনি হোসাইন ও সাধারণ সম্পাদক শিপলু আহম্মেদের নেতৃত্বে তারা প্রথমে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান অাব্দুল্লাহ তৌহিদসহ ফ্রান্স ছাত্রলীগের সহ-সভাপতি শরিফ হোসেন, পর্তুগাল ছাত্রলীগ নেতা রাজিব আহম্মেদ, সাকিল, জিয়া, বিতান বরুয়া, ফাহিম প্রধান, জাহিদ হাসান সোহাগ, আরিফ হোসেন, সোহেল খান, সাইফুল ইসলাম, বদরুল হোসাইন রতন প্রমুখ।
রাষ্ট্রদূত মো. রুহুল অালম সিদ্দিকী এই সময় নবগঠিত পর্তুগাল ছাত্রলীগের নেতৃবৃন্দকে বিভিন্ন উপদেশ প্রদান করেন এবং ছাত্রলীগ পর্তুগাল শাখা বহির্বিশ্বে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে নব গঠিত ছাএলীগের পক্ষ থেকে সভাপতি রনি হোসাইন পর্তুগালের ছাত্রলীগের নেতৃবৃন্দকে রাষ্ট্রদূত এবং দূতাবাসের দ্বিতীয় সচিব তাদের মূল্যবান সময় প্রদানের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৭/মাহবুব