মহিরুদ্দিনের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার দুর্বাকান্দি গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম আর মা ফাতেমা খাতুন। ১৯৯১ সালে থাইল্যান্ডের জঙ্গল দিয়ে মালয়েশিয়ায় পৌঁছান। কয়েক বছর পর দেশে ফিরলেও ২০০৭ সালে কলিং ভিসায় আবারও মালয়েশিয়ায় পাড়ি জমান। পরবর্তীতে হয়ে যান অবৈধ। বর্তমানে অবৈধভাবেই মালয়েশিয়ায় অবস্থান করছেন মহিরুদ্দিন।
কিছুদিন আগে কাজের সময় দুর্ঘটনাক্রমে কুয়ালালামপুরের একটি বহুতল ভবনের তিন তলা থেকে পড়ে মেরুদণ্ডে আঘাত পান মহিরুদ্দিন। এখন তার স্থান হয়েছে কুয়ালালামপুরের সেলায়েং হাসপাতালের বিছানায়। কে বা কারা তাকে হাসপাতালে ভর্তি করেছেন, তাও মনে করতে পারছেন না তিনি।
সেলায়েং হাসপাতালের বিছানায় নির্বাক দৃষ্টিতে তাকিয়ে প্রহর গুণছেন প্রিয় স্বজনের কাছে ফিরে যাবার প্রতীক্ষায়। বাড়ির ঠিকানা বলতে পারলেও স্বজনদের কোনো ফোন নাম্বার জানাতে পারেননি মহিরুদ্দিন।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যাণ শাখার সহকারি মোকছেদ আলি জানান, মহিরুদ্দিনের মেরুদণ্ডের আঘাত গুরুতর। সে কথা বলতে পারছে। তবে স্বজনদের কারও ফোন নম্বর দিতে পারেনি। হতে পারে তার স্মৃতিশক্তি কিছুটা লোপ পেয়েছে। আত্মীয়-স্বজনরা কেউ যোগাযোগ করলে তাকে দেশে পাঠাতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা