১৩ বছর বয়সী শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে ৭ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের আপিল আদালত। ১৮ থেকে ২৩ বছর বয়সী সাতজন আসামির মধ্যে চারজন কুয়েতি, একজন ইয়েমেনী, একজন ইরাকি এবং একজন বেদু ছিল বলে জানা যায়। কুয়েতের একটি আপিল আদালত বুধবার সাতজন যুবককে এ মৃত্যুদণ্ডে দন্ডিত করেছে।
এ রায়ে বাদীপক্ষের আইনজীবী ইব্রাহিম আল-বাথানি জানান, এই রায় চূড়ান্ত নয়, কারণ মামলাটি কুয়েতি সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে, সুপ্রিম কোর্ট যে রায় দিবে, তাই হবে চূড়ান্ত রায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার