বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আবদুল শাকুরকে ব্রিটেনের কাছে হস্তান্তর করছে ভারত। গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোহাম্মদ আবদুল শাকুর ১০ বছর আগে ব্রিটেনে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু শাকুরের বিরুদ্ধে অন্য একটি মামলা চলছিল ভারতে। ভারতে তার বিরুদ্ধে মামলা চলছিল মানে তাকে ভারতেই রাখতে হবে। এক্ষেত্রে ব্রিটেনে তাকে হস্তান্তরের বিষয়ে জটিলতা ছিল।
এবার ভারত মামলা তুলে নিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই ব্রিটেনের হাতে শাকুরকে তুলে দিতে পারে ভারত।
বিডি প্রতিদিন/১৯ জুলাই, ২০১৭/ফারজানা