মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া। বাংলাদেশ হাইকমিশনের অস্থায়ী শহীদ বেদীতে একুশের সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন সংগঠন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া সিনিয়র সহ-সভাপতি যমুনা টিভি প্রতিনিধি আহমেদুল কবির, সহ-সভাপতি ডিবিসি নিউজ প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, নিউজ২৪ প্রতিনিধি শাহাদাত হোসেন, প্রবাসীর দিগন্ত বার্তা সম্পাদক কাজী আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রবাস কথা নির্বাহী সম্পাদক তারেক শাহরিয়ার, সিনিয়র সদস্য গোলাম রাব্বানী রাজা, মিলেনিয়াম টিভি প্রতিনিধি আলাউদ্দিন সিদ্দিকী ও চ্যানেল এস প্রতিনিধি ওয়াহিদ সোহান প্রমুখ ।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা