ইউরোপের বিভিন্ন দেশের শহরগুলোতে এ সময় তুষারপাত হলেও রোমে তুষার চোখে পরত না। কিন্তু এবার দীর্ঘ ৬ বছর পর আগাম খবর দিয়ে তুষারপাত শুরু হয়। তবে এ ব্যাপারে রোম পৌরসভা আগাম সতর্কবার্তা দিয়ে নাগরিকদের বাসায় থাকার অনুরোধ জানিয়েছে। হঠাৎ তুষারপাতের কারণে রোমের সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয় সময় সোমবার রাতে গুড়িগুড়ি বৃষ্টির পর ভোর রাত থেকে অঝোরে তুষারপাত শুরু হয়। সকালে ঘুম থেকে উঠে দেখা যায় রোম শহর সাদা বরফে ঢাকা। তুষারপাতের কারণে অফিসে যেতে পারেননি অনেকে। একদিকে তুষার যেমন দুর্ভোগের কারণ আবার কেউ কেউ পরিবার নিয়ে নেমে পরছে ছবি তুলতে আর বাচ্চারা বরফ নিয়ে খেলতে। সকাল থেকে পাবলিক বাস কিছু সময় বন্ধ ছিল। টুরিষ্ট বাসের সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।
তবে এই তুষার ঝড়ে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সকাল থেকে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। রোমে বসবাসরত বাংলাদেশীরা নিরাপদে আছে। প্রবাসী এমকে রহমান লিটন এবং নাদিম মাহমুদ বলেন, তুষারপাতের কারণে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্থ হলেও সবাই বরফে ঢাকা রোম শহর উপভোগ করছি।
জানা যায়, পুরো সপ্তাহ জুড়ে থাকবে এ শৈতপ্রবাহ । আগামী দুই দিন তাপমাত্রা থাকবে ৬ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বজুড়ে জলবায়ু মোকাবেলায় বিশ্ব নেতারা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে সেটাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ৬ বছর পর রোমে তুষার ঝড় দেখা গেল।
বিডি প্রতিদিন/এ মজুমদার