ডেনমার্কে উৎসব মুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ বৈশাখী উৎসব উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরের মতো এবারও কোপেনহেগেনের একটি হলে শনিবার এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসে নতুন বছরের শুভেচ্ছা জানান ডেনমার্ক বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মুহিত,কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুব হক, হাসনাত রুবেল, মাহবুবুর রহমান, জামাল উদ্দিন বাচ্ছু,নাসির সরকার, নাঈম বাবু, খোকন মজুমদার, জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম টিটু, বিদ্যুৎ বড়ুয়া, ইফতেখার হোসেন সম্রাট প্রমুখ।
উৎসবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পিঠা মেলার পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।
রাত ৮টায় বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত ও দূতাবাস প্রধান শাহরিয়ার শাকিল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এসময় অতিথিদের সাথে প্রবাসীরা দেশীয় পিঠা পুলির স্বাদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রদূত আব্দুল মুহিত বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মকে দেশীয় কৃষ্টি,কালচার সম্পর্কে জানতে সহযোগিতা করবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী ওমর ফারুক , শুরভী রাই ও সাজ্জাদ ।অনুষ্ঠান সঞ্চলনা করেন সাকিব হাসান ও সেমা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান