পোটম্যাক নদীর তীরে ভার্জিনিয়ার লেসালভেনিয়া স্টেটপার্কে সম্প্রতি অনুষ্ঠিত হল আইটি ট্রেনিং ইনিস্টিটিউট ডাটাগ্রুপের বার্ষিক বনভোজন।
ছাত্রছাত্রীরা স্বপরিবারে এবং বন্ধুবান্ধব নিয়ে দিনভর নানা খেলাধুলা, নাচ-গান আর আনন্দের মধ্যে কাটিয়ে দেন। দিন ব্যাপী এ বনভোজনে কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দও অংশ নেন। তারা বনভোজনের আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক এন্থনী পিয়ুষ গোমেজ, প্রাক্তন সভাপতি করিম সালাউদ্দীন, এটি এম আলম, ফ্রেন্ডসএন্ড ফ্যামেলির আবু রুমি, আকতার হোসাইন, সুরবিতানের বুলবুল আকতার, সাংবাদিক আকাস রইস, ফটোসাংবাদিক শামীম হায়দার, কামরুল ইসলাম কামালসহ আরও অনেকে।
বনভোজনে নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা ছিল। খেলাধুলায় বিজয়ীদের মধ্যে প্রথম-দ্বিতীয়-তৃতীয়দের পুরষ্কার দেয়া হয়। বনভোজনে ডাটাগ্রুপের সিইও জাকির হোসাইন প্রতিষ্ঠানের কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
বিডি প্রতিদিন/৭ মে, ২০১৮/ফারজানা