বাংলা নববর্ষ বরণের পর থেকেই প্রবাসে প্রতি সপ্তাহে কোন না কোন সংগঠন বৈশাখী উৎসবের আয়োজন করছে। আঞ্চলিক সংগঠনের ব্যানারেই বেশি হচ্ছে এই বাঙালির চির চেনা উৎসব।
এরই ধারাবাহিকতায় রোমের লাউরেন্তিনা প্রবাসী বাংলা ঐক্য পরিষদের আয়োজনে বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাঙালীদের এই উৎসবে নারী পুরুষ সেজে ছিল রং বেরঙেয়ের পোষাকে ।
আয়োজন ছিল দেশীয় খাবারের। মহিলাদের বালিশ খেলা আর শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আনন্দে মেতে ছিল সবাই।
লাওরেন্তিনা প্রবাসী বাংলা ঐক্য পরিষদের সভাপতি এম এ তৈয়বের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন, যুগ্ম সম্পাদক রাহাত মিয়ার যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান মনির, উপদেষ্টা বাকের সওদাগর ,জাকির হোছাইন,আল-আমিন মোল্লা, জামাল,এম,ডি মোশাহিদ মিয়া, সুমন হোছাইন,আবুল হাছান সহ-সভাপতি এনামুল হক,বাবুল শেখ,দ্বীন মোঃ জামান,কাজল মিয়া,হাছান আলী,ইসমাঈল ভূইয়া, যুগ্ম-সাধারন সম্পাদক মিজবাহ উদ্দিন,শামীম সরকার,রাহিম ভূইয়া সাংগঠনিক সম্পাদক রাসেল ছিদ্দিকী, প্রচার সম্পাদক হাজী আঃ রহিম মোল্লা,কোষাধ্যক্ষ এম,ডি বাবুল খান সহ-কোষাধ্যক্ষ বাদল মিয়া, আবু রায়হান নাঈম আহাম্মেদ,রাজীব আহামেদ, নরুজ্জামান,মারুফ তালুকাদ,মামুন মিয়া, সোহাগ মিয়া।
এছাড়া মহিলা নেত্রীবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানা নিগার মিতা, নেছা খায়রুন,লাকী বেগম, সুরাইয়া ছিদ্দিক,নাহিদা আকতার, পপি ইসলাম, বেনজির জান্নাত স্মৃতি, আফরোজা আক্তার নাছিমা,বুশরা বেগম, ফারহানা জেবিন অমি, শারমিন ভূইয়া, শায়লা মাসুদ, মাহমুদা আক্তার ময়না,মনিরা আক্তার,মরজিনা বেগম,লাকি আজিজ প্রমুখ। এ ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্চ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাই এবং জি আর মানিক সহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান