স্পেন ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মাদ্রিদে স্পেন আওয়ামী লীগের কার্যালয়ে কমিটির নেতাদের বরণ করে নেয়া হয়।
২৭ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ কমিটির অনুমোদন দেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল সাফা, বোরহান উদ্দিন, আব্দুল কাদের, আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক রিজভী আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম, ইফতেখার আলম, মো. হাসান, এফ এম ফারুক পাভেল, তাপস দেব নাথ, আলমগীর হোসাইন, সবুজ আলম, সাংগঠনিক সম্পাদক সায়েম সরকার, এনাম আলী খান, অভিবাসন সম্পাদক এডভোকেট তারেক হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক এম এ আই আমীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বকুল খান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা মো. সোহাগ প্রমুখ।
নবগঠিত কমিটির অজিহ উদ্দিন মারুফ এর সঞ্চালনায় ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শফিউল আলম সুমন, সাইদুল হক মকবুল, রুবেল আহমেদ, ইকবাল হোসাইন, আশরাফ আহমেদ, আহাদ আহমদ, সাব্বির আহমদ, আশরাফ হোসাইন পাভেল ও রাজিব আহমেদ প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানেরর উদ্বোধন করেন নবগঠিত কমিটির সভাপতি ইসমাইল হোসাইন রায়হান ও সাধারণ সম্পাদক অজিহ উদ্দিন মারুফ।
বিডি প্রতিদিন/৯ মে, ২০১৮/ফারজানা