নিউইয়র্কে সম্প্রতি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানকে সামনে রেখে সেমিনার করেছে উত্তর আমেরিকায় আলেম-উলামাদের সংগঠন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল।
নিউইয়র্কে জ্যাকসন হাইটসের অনুষ্ঠিত এ সেমিনারে পবিত্র রমজানে সামাজিক নিরাপত্তা, শারীরিক, মানসিক প্রস্তুতিসহ হালাল খাবারের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
নিউইয়র্ক সিটির কম্যুনিটি এ্যাফেয়ার্স (মানবাধিকার) কমিশন, ইমগ্রেশন এ্যাফেয়ার্স, কনজ্যুমার্স এ্যাফেয়ার্স, এনওয়াইপিডি, থ্রাইভ এনওয়াইসি, মজলিশ ই শুরা'সহ বিভিন্ন সংগঠনের সাথে ঐক্যবদ্ধ মুসলিম কম্যুনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
সেমিনারে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ'র সভাপতি আস সাফা ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মাওলানা রফিক আহমদ রেফাহী এবং পরিচালনায় ছিলেন নির্বাহী সহ সভাপতি মদীনা মসজিদের খতীব মাওলানা আহমদ আবু সুফিয়ান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড ইমাম অ্যান্ড উলামা কাউন্সিল ইউএসএ'র সহ সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মদ ইসমাঈল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হোসাইন।
সেমিনারে সেইফটি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি এ্যাফেয়ার্স ইউনিটের সিনিয়র এডভাইজার ড. সারা সাইয়েদ, নিউইয়র্ক সিটি মানবাধিকার কমিশনের রাসেল রহমান, ইমিগ্রেশন এ্যাফেয়ার্স ইউনিটের হানিফ ইয়াজদী, এনওয়াইপিডি’র লেফটেন্যান্ট মিলাদ খান, ডিটেকটিভ মো. আমিন, পল ভ্যালেরজা প্রমুখ।
সেমিনারে কেয়ার নিউইয়র্ক’র ডাইরেক্টর এটর্নি আফাফ নাসের, মজলিশ ই শুরাহ নিউইয়র্ক’র প্রেসিডেন্ট শেখ আবদুল হাফিজ জামিল, মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী, মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যুম, মজলিশ ই শুরাহ নিউইয়র্ক’র সদস্য মীর মাসুম আলী, আবদুল আজিজ ভূইয়া, প্রফেসর সাইদ উর রহমান, ডা. শরীফুল ইসলাম প্রমুখ অংশ নেন।
সেমিনারে ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং তারা মিয়ার পরিবারকে বিভিন্নভাবে সহায়তাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
নিউইর্য়কের উলামা-মাশায়েখ ও বিশিষ্টজনদের মধ্য উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আজির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, হাফিজ রফিকুল ইসলাম, কুতুব উদ্দিন মাহমুদ, শেখ আইনুল হুদা, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হেলাল আহমেদ, মাওলানা আব্দুর রহমান খান, মাওলানা রশিদ জামিল, মাওলানা কাজী মাশুক আহমেদ, মাওলানা সুন্নাতুর রহমান, মাওলানা মাহমুদুর রহমান আশরাফ, মাওলানা বশির আহমেদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জুবায়ের আনসারী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিশ্বনাথ সমিতির সভাপতি আলহাজ মনির আহমেদ, মাদানী মসজিদের সভাপতি সারওয়ার আহমেদ, ইস্ট এলমহার্স্ট মসজিদের সাইয়েদ আবুল লেইস, মসজিদ এ তাওফিকের মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/৯ মে, ২০১৮/ফারজানা