ইতালির রোমে প্রতি বছরের ন্যায় কিশোরগঞ্জ জেলা সমিতির আয়োজনে এবং ভৈরব পরিষদ, সম্মিলিত ভৈরব পরিষদ, জগন্নাথপুর, লক্ষীপুর, তাতারকান্দী সামাজিক সংগঠন, লাওরেন্তিনা প্রবাসী বাংলা ঐক্য পরিষদের সার্বিক সহযোগীতায় বর্ষবরণ ও বৈশাখী মেলার আয়োজন করা হয়।
রোমের মনতানিওয়ালা পার্কে আয়োজিত এই বৈশাখী মেলায় বিপুল সংখ্যক নারী-পুরুষ সমবেত হন। বাঙালির সংস্কৃতি বিদেশীদের মাঝে তুলে ধরা হয়। পুরুষরা পাঞ্জাবি পরে আর মাথায় গামছা বেধে মহিলারা শতভাগ বাঙালি সাজে সেজে ছিল। মেলায় আগতদের আপ্যায়ন করা হয়েছে পান-সুপারি দিয়ে।
কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জি আর মানিক ও আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝি, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, হাজী বাহার মিয়া, বাকের সওদাগর, আব্দুল হোসাইন কেনু মিয়, রাহাত মিয়া, জাকির হোসাইন, রাসেল রানা, নাদিম মিয়া সবুর, শাহীন মিয়াসহ অনেকে।
মেলায় ভৈরবের এক নেতা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে মেলা বন্ধের চেষ্টা চালায়- এমন আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় কিশোরগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ। মেলায় রোমের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৮/ ওয়াসিফ