মালয়েশিয়া ছাত্রলীগ সভাপতি শাহিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে যোগদান করেছে।
মালয়েশিয়া ছাত্রলীগ সভাপতি শাহীন পাটোয়ারী আমাদের প্রতিনিধিকে মুঠো ফোনে জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের আমন্ত্রণে আমরা এ সম্মেলনে যোগদান করি এবং সম্মেলনের উত্তর উত্তর সাফল্য কামনা করি। সেই সাথে বাংলাদেশের প্রাচীনতম এই ছাত্র সংগঠনের আগামীর নেতৃত্বে যারাই আসছেন তাদের মালয়েশিয়া ছাত্রলীগের পক্ষ থেকে আগাম অভিনন্দন জানাই।
সম্মেলনে মালয়েশিয়া ছাত্রলীগের পক্ষে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তারিকুল আলম চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, সদস্য জাকারিয়া, রাসেল খান, রাফি, মাসুম, জিসান, আফজাল, নাসিম, সোহেল, অনিক, ওমের আরাফাত ও সাইফুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন