কাতারে চাঁদপুর সমিতির আয়োজিত বাংলাদেশী প্রবাসীদের মাঝে চঞ্চলতা ফেরাতে দুই মাসব্যাপী গালফ বাংলা ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্টের ২০১৮ আয়োজন করা হয়। ১৬টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে শুক্রবার লোসাইল ৯ নম্বর গ্রাউন্ড মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাতার বাংলাদেশ ক্লাব (QBC) ৯ ইউকেটে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয়েছে ঝি ঝি পোকা টিম।
এদিন উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি মানিক হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মজিবুল হক লিটন, ওমর ফারুক চৌধুরি, ইসমাইল হোসেন, কাশেম চৌধুরি,আবু রায়হান, ফেরদৌস আলম চৌধুরি, রফিকুল ইসলাম, রাজ রাজিব আল আমিন, ওমর শরিফ টিটু, শরিয়ত উল্লাহ সবুজ, মো. হুসেন মিয়া, রাশেদ উল্লাহ, শাহ আলম খানসহ আরও অনেকে। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীও উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন ই এম আকাশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার