টরন্টোর হোপ ইউনাইটেড চার্চ অডিটোরিয়ামে রবিবার সন্ধ্যায় পঞ্চকবির গান নিয়ে অনুষ্ঠিত হয়েছে 'বেলা শেষের তান'। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম এর সন্ধ্যা ও রাতের রাগাশ্রয়ী গানগুলোকেই প্রাধান্য দেয়া হয় এ আয়োজনে।
পূরবী, ভূপালী, খাম্বাজ, মাঢ়, ইমন, শ্যাম কল্যাণ, ছায়ানট, বেহাগ, মল্লার, দেশ, ঝিঁঝিট, তিলককামোদ, কাফি, দোলনচাঁপা, পরজ, বাগেশ্রী ইত্যাদি রাগের ছায়ায় মোট ২৮ টি গান (সম্মেলক, দ্বৈত ও একক) দিয়ে সাজানো হয়েছিল এই আসর।
গান গেয়েছেন রোকসানা রহমান,পার্থ সারথি সিকদার, অনন্যা শিলা শামসুদ্দীন, অনিন্দিতা বীর ও ফারহানা আজিম শিউলী। শিশুশিল্পীদের মধ্যে ছিল অনন্য, সানন্দ, রাজদীপ, অরুণোদয়, সূর্য ও স্বপ্নীল।
বিডি প্রতিদিন/১৪ মে, ২০১৮/ফারজানা