বিজ্ঞানমনষ্ক লেখক অনন্ত বিজয় দাশ স্মরণে আলোক প্রজ্জ্বলন করা হয় গত শনিবার সন্ধ্যা ৮টায় জ্যাকসন হাইটসে। অনন্ত হত্যার তৃতীয় বার্ষিকীতেও বিচার-প্রক্রিয়ায় কোন অগ্রগতি না হওয়ায় সকলে ক্ষোভ প্রকাশ করেন। নিউইয়র্কের মুক্ত চিন্তার একদল প্রবাসী এই আয়োজন করে।
প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন তোফাজ্জল লিটন। খুনিদের বিচার চেয়ে বক্তব্য রাখেন নুরুজ্জামান চৌধুরী শাহী, মুজাহিদ আনসারি, শিতাংশু গুহ, জাকির আহমেদ রনি, গোপাল স্যান্যাল, মাহতাব সোহেল, শিবলী সাদিক, শুভ রয়, এবং ব্লগার সুজন করিম।
সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, মুক্ত চিন্তার প্রসারের জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনলাইনে অসাম্প্রদায়িক এবং মানবতার কথা বলতে হবে প্রত্যেকের নিজের জায়গা থেকে।
মুজাহিদ আনসারি বলেন, ধর্মান্ধ উগ্র মৌলবাদীরা সব সময় চিন্তাশীল ব্যক্তিদের নানান নামে অপবাদ দিয়ে হত্যা করেছে। আগে তারা মানুষ হত্যা করতো মুরতাদ নাম দিয়ে, এখন করে নাস্তিক অভিহিত করে। এতো মানুষ হত্যা করেও তারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারেনি। বাংলাদেশ আজ মহাকাশে চলে গেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশকে কেউ রুখতে পারবে না।
শিতাংশু গুহ বলেন, বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে যারা মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং মানবিক বিশ্বের স্বপ্ন দেখে তাদেরকে সহযোগিতা করতে হবে। নিজের জায়গা থেকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাদের পাশে থাকতে হবে।
ঢাকা গণজাগরণ মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক জাকির আহমেদ রনি বলেন, মৌলবাদের কালো থাবায় বারবার বিপর্যস্ত হয়েছে মুক্তচিন্তা। অভিজিৎ রায়কে খুনের পর ধর্মান্ধদের চাপাতির আঘাতে ধারাবাহিকভাবে খুন হয়েছেন ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপাধ্যায় নীল, ফয়সাল আরেফীন দীপন, নাজিমুদ্দিন সামাদ, অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী, জুলহাস মান্নান, মাহবুব তনয়সহ অনেকে। যতদিন পর্যন্ত এসকল হত্যাকাণ্ডের বিচার না হবে আমরা ততদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিচারের দাবি জানিয়ে যাবো।
সুজন করিম বলেন, আমি নাস্তিক হলেই কী আমাকে মেরে ফেলতে হবে?
প্রসঙ্গত, বিজ্ঞানবিষয়ক লেখক, বিজ্ঞান পত্রিকা 'যুক্তি'র সম্পাদক অনন্ত বিজয় দাশ। যাকে ২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যাবার পথে সুবিদ বাজারের নূরানী আবাসিক এলাকায় দুর্বৃত্তরা অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে। পেশায় ব্যাংকার অনন্ত বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লেখতেন।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৮/মাহবুব