ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
গত রবিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করেন প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙালি সংস্কৃতির সার্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে।
বৈশাখের রঙ্গে রাঙ্গানো বাহারী বৈশাখী মুখোশ, ব্যানার-ফেস্টুনে দূতাবাস প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত কর্মকর্তাসহ প্যারিসের স্থানীয় শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করেন।
অনুষ্ঠানে দূতাবাসের হেড অব চ্যান্সরি হযরত আলী খান, প্রথম সচিব আনিসা আমিন, দ্বিতীয় সচিব নির্ঝর অধিকারী ও দয়াময়ী চক্রবতী, দিলারা বেগমসহ মুক্তিযোদ্ধা, দূতাবাস কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবার দিয়ে মধ্যাহ্নভোজ করানো হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান