দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তামজিদ হাসান বাসন (৪৫) নিহত হয়েছে। ১৪ মে দুপুরে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্স এর মাফিকিং এর নিজ বাড়ি থেকে শহরের আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তামজিদ হাসান বাসন মাফিকিং প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ পরিষদ এর সভাপতি এবং নর্থ ওয়েস্ট প্রভিন্স এর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা। তিনি দুই কন্যা সন্তানের জনক।
স্থানীয় ব্যবসায়ী আমিন উল্লাহ বলেন, বাসন ভাই অনেক ভালো মানুষ ছিলেন, যখন দক্ষিণ আফ্রিকায় অল্প বাংলাদেশী তাদের সহযোগিতার কেউ ছিলোনা তখন তিনি এগিয়ে আসেন সকলের জন্য।
মাফিকিং প্রবাসী সুমন বলেন, আমরা আজকে আমাদের অভিভাবক হারিয়েছি। বাংলাদেশিদের যেকোন সমস্যায় আগে পেয়েছি বাসন ভাইকে। উনি ছিলেন আমাদের সকলের অভিভাবক।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৮/হিমেল