বাংলাদেশের মহাকাশ বিজয়ে আনন্দ-সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির পালকি পার্টি সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর, এম এ সালাম, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, লুৎফুল করিম, শামসুদ্দিন আজাদ, মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, হাজী এনাম, সোলায়মান আলী, এম এ মালেক, তৈয়বুর রহমান টনি, শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, সাখাওয়াত বিশ্বাস প্রমুখ।
ড. সিদ্দিকুর রহমান বলেন, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের মতো প্রবাসীরাও ঐক্যবদ্ধ। ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’ মহাকাশে উৎক্ষেপণের মধ্য দিয়ে সেই অগ্রযাত্রা নতুন মোড় পেল।
বিডি প্রতিদিন১৫ মে, ২০১৮/ফারজানা