রোমে আন্তর্জাতিক মা দিবস পালন করেছে রোম প্রবাসী নারী সংগঠন তুসকোলনা নারী সংস্থা। রোমের একটি হল রুমে রবিবার সন্ধ্যায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তুসকোলনা নারী সংস্থার সভাপতি মেরিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোনিয়া রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা মাসুমা আক্তার, মঞ্জু আক্তার, রিতা মুরাদ, মারুবা বেগম, সহ সভাপতি মাফিয়া আক্তার সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা আক্তার লিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিদা ইয়াসমিন ঝুমা, কোষাধ্যক্ষ কারিমা আক্তার মুনিয়া, আইন সম্পাদক রওশন আরা খুকুসহ আরো অনেকে।
এ সময় প্রবাসী নারী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থাকলেও মনটা পরে থাকে মায়ের কাছে, যাদের মা নেই তারা বুঝে মায়ের অভাবটুকু।
আলোচনা সভা শেষে নব গঠিত এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/হিমেল