ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজীর অবর্তমানে ইতালি আওয়ামী লীগের দায়িত্ব পেলেন দলের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী। গত ১৩ মে রাতে ইতালি আওয়ামী লীগের নীতি নির্ধারকদের নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পর জাহাঙ্গীর ফরাজী বলেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দল আরো সুসংগঠিত হবে। আমাকে যেহেতু ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব ইতালি আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে ইতালির মাটিতে বিএনপি জামাতের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অথচ ইতালিসহ ইউরোপে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এদিকে ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালির কাতানিয়া, মিলান, ভেনিসসহ বিভিন্ন প্রদেশের নেতৃবৃন্দ।
ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বলেন, আমাদের বিপ্লবী সভাপতি ইদ্রিস ফরাজীর অবর্তমানে সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী শক্ত হাতে ইতালী আওয়ামী লীগ পরিচালনা করবে এমনটাই প্রত্যাশা।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৮/হিমেল