রোমে গ্রীষ্মকালীন আনন্দ মেলার আয়োজন করেছে বাংলাদেশ সমিতি ইতালি। পিয়েচ্ছা ভিত্তোরিও পার্কে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল আলমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি কে এম লোকমান হোসেন, জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইতালি বিএনপির সভাপতি হাজী আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব মাহতাব হোসেন প্রমুখ।
সমিতির নেতৃবৃন্দ বলেন, পিয়েচ্ছা ভিত্তোরিওতে বাঙালিদের যে ঐতিহ্য ছিল সেই হারানো ঐতিহ। সেটি আবার আমরা ফিরিয়ে আনব। আগামীতে দুই দিনব্যাপী বিশাল আকারে আনন্দ মেলার আয়োজনের চেষ্টা করব।
মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রোমের জনপ্রিয় শিল্পিরা সঙ্গীত পরিবেশন করে। এসময় বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবুল, সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, প্রচার সম্পাদক হাবীব মকদমসহ কার্যকরী কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৭ মে ২০১৮/আরাফাত