৪ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৩৭

শেখ হাসিনার আগমন ঘিরে নিউইয়র্কে ব্যাপক প্রস্তুতি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:

শেখ হাসিনার আগমন ঘিরে নিউইয়র্কে ব্যাপক প্রস্তুতি

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে অবস্থানকালিন সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে।
২৩ সেপ্টেম্বর সকাল ৮টায় জেএফকে এয়ারপোর্টে অবতরণের সময়ে হাজারো নেতা-কর্মী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলে আওয়ামী লীগের প্রস্তুতি সমাবেশ থেকে জানিয়েছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
গত শনি, রবি এবং সোমবার নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের সাথে এ উপলক্ষে মতবিনিময়কালে ড. সিদ্দিক বলেছেন, ‘শেখ হাসিনা এখন শুধু ১৬ কোটি বাঙালির নেতা নন, তিনি এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তিনি বাঙালির অহংকারের প্রতীক। তাই দলমত নির্বিশেষে সকল প্রবাসীরই উচিত নিউইয়র্কে তাকে সাদর সম্ভাষণ জানানো।
ড. সিদ্দিক বলেন, কেউ যদি প্রতিবাদের নামে অশালীন আচরণের ঔদ্ধত্য দেখাতে চায়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী জবাব দেয়া হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের আলোচনা সভায় শেখ হাসিনার নিউইয়র্ক সফরের আলোকে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম প্রমুখ।
প্রস্তুতি সভায় জানানো হয়, ২৩ সেপ্টেম্বর অপরাহ্নেই জননেত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। সেখানেও সকলের অংশগ্রহণ থাকা উচিত। এ উপলক্ষে আওয়ামী পরিবারের সমন্বয়ে তৎপরতা চালানো হচ্ছে। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এ উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে ব্রুকলীন, কুইন্স, ব্রঙ্কসের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জামাত-শিবিরের যে কোন অপতৎপরতার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্যে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর