৫ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:২৯

দুই দিনব্যাপী তায়েফ প্রবাসীদের সেবা দিবে জেদ্দা কনস্যুলেট

সৌদি আরব প্রতিনিধি

দুই দিনব্যাপী তায়েফ প্রবাসীদের সেবা দিবে জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবের তায়েফ অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের ৭-৮ সেপ্টেম্বর ব্যাপী বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দিবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।

শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তায়েফের বোখারিয়া সারা খাইয়াত রোডে আফগানী ক্লাব সংলগ্ন রোবাদ সেরাজ উদ্দিন এস্তেরাতে কনস্যুলার টিমের সেবা নিতে পারবে প্রবাসীরা। নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)'র আবেদন, এমআরপি নবায়ন, এমআরপির আবেদনকারীদের এমআরপি বিতরণ, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদের আবেদন, সোনালী ব্যাংকে হিসাব খোলা, ওয়েজ আনার্স কল্যাণ বন্ড ক্রয়সহ নানাবিধ সেবা প্রদান করবে কনস্যুলার টিম।

এ ছাড়াও ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা এবং তায়েফে বসবাসরত বাংলাদেশিদের কথা সরাসরি শুনার উদ্দেশ্যে সকাল ৮টায় গণশুনানি এবং রাত ৯টায় মতবিনিময় সভা করবেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

তায়েফ এবং এর আশপাশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে উপর্যুক্ত সেবা নিতে আহবান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর