বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার একাংশ ল্যকেম্বার একটি রেস্তোঁরায় এক আলোচনা সভার আয়োজন করে।
সাবেক ছাত্রনেতা ও সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় বিএনপির সিনিয়র সদস্য আরিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তারুজ্জামান বাবুল। সভায় বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর।
সভার প্রথমে অস্ট্রেলিয়া বিএনপির একাংশের সভাপতি ড. হুমায়ের চৌধুরী রানার রোগমুক্তি কামনা করে তার পাঠানো শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনানো হয়।
সভায় বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিআইটির সাবেক ভিপি প্রকৌশলী সোহেল ইকবাল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাকির আলম লেনিন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুল আলম, খুলনা মহিলা কলেজের সাবেক ভিপি মিতা কাদরী, হাফিজুর রহমান, মো. ফরিদ মিয়া, অধ্যাপক আলমগীর হোসেন, সৈয়দ তানবীর আলম, শোয়েব জাহাংগীর, মো. ফয়জুর রহমান, ইয়াছিন আরাফাত অপু, হাজী মো. ইউসুফ, এম আই চৌধুরী ছোটন, সা’আদ সামাদ, মাহমুদা আরাফাত, তাফতুন নিতু, বশীর আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন