ইতালি যুবলীগের প্রচার সম্পাদক আবুল বাশার ডলারকে প্রচার সম্পাদকসহ সাধারণ সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী যুবলীগ ইতালি শাখার দপ্তর সম্পাদক সোহেল বক্সী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ডলারের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়।
তবে একাধিক যুবলীগ নেতা জানান, ডলার সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সাংবাদিকসহ রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে বাজে মন্তব্য করে যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এমন কি আওয়ামী লীগ নেতাদের নিয়েও ফেসবুকে বাজে মন্তব্য করার প্রমান পাওয়া গেছে। এ ছাড়াও রোমে কিছু দিন আগে মদ্যপ অবস্থায় একজনকে বোতল দিয়ে আঘাত করে। যদিও পরে ক্ষমা চাওয়ায় মাপ করে দেওয়া হয়। তবে বর্তমানে তার আচরণ সীমা অতিক্রম করায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন