কাতারে বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ আহমেদ জাহেদের অকাল মৃত্যুতে কাতার প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ১৬ বছর কাতারে অবস্থান করে গত বছর দেশে ফিরেন তিনি।
শনিবার সন্ধ্যায় হঠাৎ আহমেদ জাহেদ (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আহমদ জাহেদের মৃত্যুতে স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন প্রবাসীরা।
প্রসঙ্গত, আহমেদ জাহেদ কাতারে অবস্থানকালে কুলাউড়া ওয়েলফয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, চিরন্তন বাউল সংঘের সাধারণ সম্পাদক ও কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি কুলাউড়া রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদের ৩য় ছেলে এবং কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল আহমদ শামীমের ছোট ভাই।
বিডি প্রতিদিন/ ই-জাহান