বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আসন্ন জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইতালী বিএনপি।
গত সোমবার রোমে ইতালির সংসদ ভবনের সামনে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরে বিভিন্ন ফেস্টুন নিয়ে হাজির হয়।
ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তজার্তিক সম্পাদক মাহিদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন সহ আন্তজার্তিক সম্পাদক আনোয়ার হোসেন, ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক তাইফুর রহমান ছোটন, ইতালি বিএনপির সংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতনসহ আরো অনেকে।
এ সময় অতি দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বলেন দেশনেত্রীর মুক্তি ছাড়া বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব