নিউইয়র্কে জামাইকা এভিনিউ-এর স্মার্ট মেডিকেল সেন্টারে সম্প্রতি বাংলাদেশি চিকিৎসকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। পেডিয়াট্রিক এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল (পেডসি) এর উদ্যোগে দিনব্যাপী এই আয়োজিত কর্মশালায় প্রায় ৩০জন চিকিৎসক অংশগ্রহণ করেন।
কর্মশালায় চিকিৎসকদের লাইসেন্স পরীক্ষা USMLE এর বিভিন্ন কৌশলগত দিক সম্পর্কে অবহিত করা হয়। সেইসাথে গবেষণাপত্র এবং ইন্টারভিউ কৌশল সম্পর্কে প্রত্যক্ষ প্রশিক্ষণ প্রদান করেন।
নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকসহ অন্যান্য দেশের চিকিৎসক, রেজিস্টার্ড নার্স, মেডিকেল শিক্ষার্থীরা আমেরিকার মেডিকেল শিক্ষার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা উপস্থাপনা করেন। কর্মশালায় বেসিক লাইফ সাপোর্ট এর সিপিআর, চোকিং এর ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
পেডসি'র অন্যতম মুখপাত্র ডা. মাকসুদ চৌধুরী বলেন, এটি তাদের নিয়মিত কর্মকাণ্ডেরই ধারবাহিকতা।
পেডসি আমেরিকায় এবং বাংলাদেশে চিকিৎসা সংক্রান্ত নানাবিধ জনহিতকর কাজ এবং চিকিৎসকদের বিভিন্ন বিষয়ে নিয়মিত এবং উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে।
বিডি প্রতিদিন/ফারজানা