স্পেনের মাদ্রিদে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছেন। গত বুধবার রাতে মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুত্তাকিন মুজাক্কির আগামী ২০১৮-২০২০ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করেন।
সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার নিয়ে স্পেনে হবিগঞ্জ বাসীর প্রণের সংগঠন হবিগঞ্জ জেলা সমিতির কার্যকরী কমিঠিতে আব্বাস উদ্দিনকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম সুজনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সহ সভাপতি দুলাল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমেদ, কমিটির সহ সভাপতি সামসুজ্জামান, রুবেল রানা, ফারুক আহমেদ, আব্দুল হামিদ, জামাল আহমেদ প্রমুখ।
নবগঠিত কমিটির সদস্যবৃন্দ সকলের সহযোগিতায় আগামী দিনগুলোতে কমিউনিটির কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব