সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদের উদ্যোগে মদীনায় সংগঠনটির উপদেষ্টা মরহুম হাফেজ আবুল কালাম আজাদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া-লোহাগাড়া প্রবাসী পরিষদের সভাপতি হাফেজ শাহেদুল হক কাতেবী।
সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আরিফ উল্লাহ, মদিনা কমউনিটির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, নুরুল আবছার, কাবেল হোছাইন, মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুসলিম হায়দার, শফিকুর রহমান, আবদুস ছবুর বেলালি, ফেরদৌস কোরেশী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম হাফেজ আবুল কালাম আজাদ ছিলেন একজন সৎ ও পরিশ্রমী প্রবাসী। দীর্ঘ প্রবাস জীবনে তিনি অত্যান্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে হাফেজ আবুল কালাম আজাদের বিদেশি আত্মার মাগফেরাত ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল