মালয়েশিয়ার একটি ফ্যাক্টরিতে অভিবাসী কর্মকর্তাদের অভিযানে ৫৫ জন বাংলাদেশিসহ ৩৩৮ বিদেশিকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার সাইবারজায়া শহরের ফ্যাক্টরিতে পরিচালিত ‘ওপিএস মেগা ৩.০’ নামের এই অভিযানে আটক হওয়া বিদেশিদের ‘বুকিট জেল ইমিগ্র্যাশন ডিপো’তে রাখা হয়েছে।
শনিবার দেশটির অভিবাসন বিভাগের পরিচালক দাতুক সেরি মুস্তাফার আলির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ান গণমাধ্যম ‘দ্য স্টার অনলাইন’।
অন্য আটককৃতদের মধ্যে আছে ইন্দোনেশিয়ার ৩৬ পুরুষ ও ১৭২ নারী, মিয়ানমারের ২৫ পুরুষ ও তিন নারী এবং নেপালের ৪৭ পুরুষ।
মালয়েশিয়ান অভিবাসন বিভাগের পরিচালক বলেন, যদি আটককৃতরা তাদের অনুমতিপত্রে যে কর্মক্ষেত্রের কথা উল্লেখ আছে সেটির বিষয়ে কিছু বলতে না পারে, তবে তাদের অনুমতি বাতিল করা হবে।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৮/হিমেল