সিলেট দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইন স্পেন নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। গত ২৪ ডিসেম্বর সিলেট দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সাধারণ সভায় নতুন কমিটি গঠনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে।
মাদ্রিদের স্থানীয় রেস্টুরেন্টে সংগঠনের প্রধান আহ্বায়ক আসাদুজ্জামান রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাইফুর রহমান লিটন এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।এতে কোরআন তেলাওয়াত করেন জামিল আহমদ সামিল। সংগঠনে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি খালিকুজ্জামান কামাল তার শুভেচ্ছা বক্তব্যে বিগত দুই বছরের কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্য দেন গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচন কমিশনার লুৎফুর রহমান।
বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি, বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল খাঁন, সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন রাজী, কানেক্ট বাংলাদেশ স্পেনের আহবায়ক আফসর হুসেন নিলু, লিয়াকত মিয়া, লাল শাহ মিয়া, মোহাম্মদ মাজহার, সাকের আহমদ, জাহেদুল ইসলাম, সায়েক আহমদ, আব্দুল মালিক জীবনসহ অনেকে ।
২০১৯-২০ সালে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে আছেন সভাপতি সেলিম আলম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাদাত হোসেন সুমেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোহিত, সহ-সভাপতি আবুল কালাম, লিয়াকত আলী, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল শাকির ও লাল সাহ, কোষাধ্যক্ষ রফিক রহমান সহ-কোষাধ্যক্ষ জামিল আহমেদ সামিল, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাজহার আহমেদ,সহকারী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালিক, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক শামিম খান, সহ-প্রচার সিরাজ উদ্দিন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আফজাল হুসাইন, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, কার্যকরী সদস্য বৃন্দ হলেন আলী আহমেদ, সোহেল আহমেদ শিল্পী এবং শরিফ আহমেদ।
বিডি প্রতিদিন/ফারজানা