ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমগ্র ইউরোপজুড়ে পালিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। ক্রিসমাসকে কেন্দ্র করে ফ্রান্সে বিরাজ করছে আনন্দের আবহ, নানারকম পারিবারিক আনন্দ আয়োজন ও বন্ধু বান্ধব স্বজন নিয়ে উৎসবমুখর বিভিন্ন পার্টিতে মজে ছিল ফরাসীরা। সেই সঙ্গে বড়দিনে সরকারি ছুটি থাকায় ঘুরাঘুরি আর কেনাকাটায় ব্যস্ত ছিল তারা।
ফ্রান্সে টানা পঞ্চম সপ্তাহের মতো সরকার বিরোধী ইয়েলো ভেস্ট আন্দোলনের জেরে এবারের ক্রিসমাসের বাজারে কিছুটা ধস নেমে আসে ,পর্যটক শুন্য হয়ে পড়েছিল ফ্রান্সের আবাসিক হোটেলগুলো। একই সঙ্গে আইফেল টাওয়ারসহ ট্যুরিষ্ট স্পটগুলোতে কমে গিয়েছিল দর্শনার্থীদের আনাগোনা।
শেষ দিকে সরকারের হস্তক্ষেপে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে , ক্রিসমাসকে ঘিরে জমজমাট হয়ে উঠে হোটেল রেষ্টুরেন্ট ও ট্যুরিষ্ট স্পটগুলো, পর্যটকদের আনাগোনায় ব্যবসায় প্রাণ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা।
বাহারী পোষাক, নানা রকমের চকলেট, এ্যালকোহল পাণীয়, ক্রিসমাস ট্রি, সান্তাক্লসের পোশাক , বাক্সবন্দী উপহার ও ছোটদের বাহারী ক্রিসমাস টুপি আর পোষাক বিকিকিনিতে ব্যস্ত সময় পার করছেন দোকানীরা। বড় বিপনী বিতানগুলোতে শিশুদের মনোযোগ আকর্ষনের জন্য সান্তাক্লসের পোশাকে দোকানীদের দেখা যায়।
রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আবাসস্থল কাফদা, কোয়ালিয়াসহ বড় সংস্থার অধীনস্থ আবাসিক ভবনগুলোতে বাহারী পোষাকে সান্তাক্লস এসে শিশুদের মধ্যে বড়দিনের গিফট বিতরন করেছে বলে জানিয়েছে ভবনগুলোর বাসিন্দারা ।
আন্দোলনের পর জীবনযাত্রা স্বাভাবিক হওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। নিজের সংস্কৃতি না হলেও ফ্রান্সে বসবাসের সুবাধে উৎসবে সবাই মেতেছেন। কাজের ছুটি, স্কুলের ছুটি সব মিলিয়ে বাংলাদেশিরা মিশে গেছেন উৎসবের আবহে।
ক্রিসমাসকে কেন্দ্র করে প্রতি বছরের মত এবারও ফ্রান্সের প্রধান প্রধান স্থাপনাগুলো সেজেছে নতুন সাজে। নানা রং বেরঙ্গের বাতি, ক্রিসমাস ট্রি, নজরকাড়া আল্পনা আর নানা রূপে সাজিয়ে তোলা হচ্ছে শহরের বিশেষ স্থানগুলোকে। রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছগুলো থেকে শুরু করে দালানকোঠা,সবকিছুই সাজানো হয়েছে চোখ জুড়ানো মন ভরানো নীল-সোনালী আলোয়।
নজরকাড়া রূপে সেজেছে প্যারিসের অন্যতম স্থাপনা আইফেল টাওয়ারও। আলোক-সজ্জার প্রথম সন্ধ্যা থেকেই এ আলোর উৎসব দেখতে জড়ো হয়েছে উৎসুক লোকজন।
প্যারিসের রাস্তায় সাদা কলার-কাফ বিশিষ্ট লাল রঙের পশমি কোট আর ট্রাউজার, মাথায় সাদা পশমের বর্ডার দেয়া লাল রঙের টুপি, কোমরে চামড়ার তৈরি কালো বেল্ট, পায়ে বুট জুতো ও শুভ্র দাড়িগোঁফওয়ালা সান্তা ক্লজকে ঘিরে শিশুদের আগ্রহ দেখা যায় বেশি, পথে ঘাটে পার্কে শিশুদের সান্তা ক্লজের সাথে ছবি ও দুষ্টুমিতে মেতে থাকতে দেখা যায়। শিশুদের পাশাপাশি বড়রাও ক্রিসমাস ট্রি এবং সান্তা ক্লজের সামনে স্ত্রী-সন্তানদের সঙ্গে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত