কাতারে ধানসিঁড়ি বিএনপি আল দোয়েল শাখার পরিচিতি ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মামুন খাঁন।
সিনিয়র সহ-সভাপতি মাজহারুল আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ধানসিঁড়ি বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শহিদুল হক।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরিফুল হক সাজু, মেজবাউল করিম বাবলা, সিরাজুল ইসলাম মোল্লা, ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাওলাদার, সালেহ আহমেদ খোকন, এম নুরুজ্জামান, মোহাম্মদ আলীসহ অনেকে।
দেশে সুষ্ঠু নির্বাচন হলে ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বিডি প্রতিদিন/কালাম