একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সভা করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। স্থানীয় সময় বহস্পতিবার ৪টায় বেলজিয়ামের ব্রাসেলস শহরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ সহিদুল হক।
অনুশষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাগীর চৌধুরি রতন, বক্তব্য দেন সহ-সভাপতি বাবু বিধান দেব, সহ-সভাপতি হুমায়ন মাসুদ হিমু, সহ সভাপতি বাবু নিরঞ্জন রায়, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, ড: ফারুক মির্জ, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, আরিফ উদ্দীন সাধারণ সম্পাদক বেলজিয়াম যুবলীগ, ড: মিথুন রায়, এবাদত হোসেন রতন।
এছাড়াও উপস্থিত ছিলেন জসিম উদ্দীন শাহিন, শেখ সেলিম, নাজনীন খানুম,তাহসিন, খান জাহের প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা