মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও নির্বাচনী প্রচারণা করেছে 'তায়েফ জেলা আওয়ামী পরিষদ'। বৃহস্পরিবার তায়েফের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটির সভাপত্বিত করেন সংগঠনের সভাপতি সৈয়দ কামরুজ্জমান। সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল হোসেন ভূঁইয়া।
প্রধান বক্তা ছিলেন তায়েফ যুবলীগের সভাপতি কাজী রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তায়েফ কৃষকলীগ সভাপতি ওহিদুজ্জমান, শ্রমিক লীগ সভাপতি শাহ আলম মিনা, জাহাঙ্গীর আলম ও রিয়াজ রাজ।
আরো উপস্থিত ছিলেন তায়েফ আওয়ামী পরিবারের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় মাসে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে আরো একটি বিজয় ছিনিয়ে আনতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল