মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকা জোহরের কোতা তিংগী নামক জায়গায় মালবাহী জাহাজ ডুবে এক বাংলাদেশি ও এক চীনা নাগরিক নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও এক বাংলাদেশি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া ট্যুডে'র প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল মেরিটাইম আমিনউদ্দিন আব্দুল রশিদ জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুইজনের মরদেহ ঘটনার দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উদ্ধার করে এমএমইএ। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে ১২০ নটিক্যাল মাইলের মধ্যে সন্ধান চালিয়েছে উদ্ধারকারীরা। নিখোঁজ বাংলাদেশিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
মঙ্গলবার জোহরের কোতা তিংগী নামক জায়গায় মালবাহী জাহাজটির জেনারেটর নষ্ট হয়ে যায়। ফলে ওই জাহাজের ইঞ্জিনও বন্ধ হয়ে পড়ে। এতে থাকা ৯ বিদেশি ক্রুর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি ২ জনকে মৃত উদ্ধার করা হলেও অন্য একজন এখনও পর্যন্ত নিখোঁজ। তবে এদের পরিচয় এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল