অস্ট্রেলিয়ার সিডনিস্থ নিপিয়ান ড্যাম পার্কে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার (২রা ফেব্রুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিনেট এর বর্তমান সদস্য কায়কোবাদ হোসেন।
অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ থেকে ৪২তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আনন্দমুখর হয়ে উঠেছিলো পুনর্মিলনী অনুষ্ঠান। বরাবরের মত এবারও কোনো হলরুমে না করে অনুষ্ঠানের আয়োজন করা হয় উম্মুক্ত পার্কে।
নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী ও তাদের সন্তানদের অংশগ্রহণে নানা ধরনের খেলাধুলা প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর সাংস্কৃকিত অনুষ্ঠান। ছোট ছোট ছেলে-মেয়ে ও বড়দের খেলাধুলা প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন ২০তম ব্যাচের শওকত আরা হোসেন বিথী, ১৬তম ব্যাচের বিজয় ভৌমিক, ২৫তম ব্যাচের রোজলীন তুলি ও মিরোভা শারমিন। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ১৬তম ব্যাাচের রাসেল ইকবাল ও ৩০তম ব্যাচের লামিয়া আহমেদ।
র্যাফেল ড্র পরিচালনা করেন ১৩তম ব্যাচের ফাহিমা নাসরিন লিপি, ২৫তম ব্যাচের রোজলীন তুলি ও মিরোভা শারমিন।
পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ৮ম ব্যাচের খালেদা কায়সার মিনি, ১৩তম ব্যাচের মাহফুজুল হক চৌধুরী খসরু ও সাবিনা ইয়াসমিন বেবী, ১৪তম ব্যাচের নিয়ামুল হক শরীফ রিপন, ১৫তম ব্যাচের সাইফ সিকান্দার রাফেল, ২৫তম ব্যাচের রোজলীন তুলি ও মিরোভা শারমিন এবং ৩০তম ব্যাচের লামিয়া আহমেদ।
অনুষ্ঠানে বিজয়ী শিশু কিশোর ও অনুষ্ঠানকে সফলতায় আলোকিত করতে সহযোগী শিক্ষার্থীদের মাঝে সম্মানসূচক উপহার তুলে দেন বিশ্ববিদ্যালয়োর সিনেট সদস্য কায়কোবাদ হোসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন