ওমানের মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ চালুর জোরালো আবেদন জানিয়েছিল চট্টগ্রাম সমিতি ওমান। অবশেষে শনিবার থেকে থেকে চালু হতে যাচ্ছে মাস্কাট রুটে বড় উড়োজাহাজ ‘ড্রিমলাইনার’।
এ জন্য ওমান প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম সমিতির সভাপতি সিআইপি ইয়াছিন চৌধুরী ও সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস।
উড়োজাহাজ ড্রিমলাইনার সপ্তাহে ৬ দিন চলবে। শনিবার ছাড়া বাকি ৬ দিন প্রবাসীরা বিমানের এই সেবা পাবেন। এর মধ্যে তিনদিন মাস্কাট টু চট্টগ্রাম, দুই দিন মাস্কাট টু ঢাকা, একদিন মাস্কাট টু সিলেট।
জানা গেছে, বিমান কর্তৃপক্ষ প্রতি ফ্লাইটে ন্যূনতম তিনটি করে লাশ বহন করবেন এতে করে এতদিন ধরে লাশ পরিবহনের যে ঝামেলাটি ছিল তা এখন থেকে অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন ওমান প্রবাসীরা।
বিডি প্রতিদিন/ফারজানা