রিয়াদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ৩ নাম্বার হলে অনুষ্ঠিত হয়ে গেলো ৪ দিনব্যাপী দ্বিতীয় রিক্র্যুটমেন্ট অ্যান্ড লেবার সার্ভিস এক্সিবিশন-২০১৯। ৩ মার্চ রবিবার শুরু হয়ে এক্সিবিশনটি শেষ হয় ৬ মার্চ বুধবার রাতে।
বেসরকারি খাতে কর্ম পরিবেশের আকর্ষণ বৃদ্ধি ও ব্যক্তিগত উদ্যোগে কাজ করার জন্য স্বতন্ত্র মানবকর্মীদের আকৃষ্ট করার জন্য পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রদানের উপর জোর দিতেই এ জাতীয় উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।
এক্সিবিশনে অংশ নেওয়া জনশক্তি নিয়োগ ও মানউন্নয়নের সাথে সংশ্লিস্ট ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান ছিলো বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাঈম বলেন, এই প্রদর্শনীতে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল। ৪ দিনে ব্যাপক সাড়া পেয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে বাংলাদেশ থেকে দক্ষ এবং আধাদক্ষ কর্মী নিয়োগের বিষয়ে ৭/৮টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই হয়েছে। আরও কিছু চুক্তি সই হওয়ার অপেক্ষায় রয়েছে।
রিয়াদ বাংলাদেশ দুতাবাসের শ্রম শাখার তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশি এই প্রতিষ্ঠানটির স্টলে প্রতিদিনই দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বিডি প্রতিদিন/কালাম