সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ও দেশ-জাতির সার্বিক মঙ্গল কামনা করে এ সময় দোয়া করা হয়।
এ সময় দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী ও প্রথম সচিবগণসহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দূতাবাসে কন্সুলার সেবা নিতে আগত বিপুল সংখ্যক প্রবাসীবাংলাদেশিদের জন্য দিনব্যাপী ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শনে আয়োজন করা হয়।
এদিকে স্থানীয় সময় বেলা ৩টায় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে পালিত হয় ঐতিহাসিক ৭ মার্চ। কর্মসুচির মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত, বাণী পাঠ, বিশেষ মোনাজাত ও ৭ মার্চের ভাষণ প্রদর্শন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন